ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এসময় তিনি বলেন, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
এসময় তার প্রতিদ্বন্দ্বী কারা জানতে চাইলে তিনি বলেন, আমি জেনেছি অনেকে স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর শেষ পর্যন্ত জানা যাবে কারা নির্বাচনে যাচ্ছেন।
মাইনুল হোসেন খান নিখিল যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
টাইমস ডেস্ক/৩০ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur