সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর চুক্তির মেয়াদ দেড় বছর বাড়ানো হয়েছে।
পুলিশের সাবেক এ আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে বুধবার (২৯ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাস মেয়াদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
২০২০ সালের ১৩ এপ্রিল তাকে তিন বছরের জন্য সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেয় সরকার।
টাইমস ডেস্ক/ ২৯ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur