আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণা করায় ও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থনে ফরিদগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।
শনিবার বিকালে উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন থেকে শুরু করে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের ফকির বাজার ঘুরে ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজার হয়ে আস্টা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
গুপ্টি ফাতেমা নাজির ফাউন্ডেশন এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম মোহন ও মুসফিকুর রহমান রাসেলের নেতৃত্বে অধ্যশত মোটর সাইকেল নিয়ে উক্ত মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মোটর শোভাযাত্রার আয়োজক সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম মোহন বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ফরিদগঞ্জে যাকেই নৌকা নিয়ে পাঠাবে তার পক্ষে কাজ করার লক্ষে আজকের এই মোটর শোভাযাত্রা। মূলত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয় করার লক্ষে সকল নেতাকর্মী এক হয়ে কাজ করে যাবো।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৫ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur