‘অবৈধ ও এক তরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
রুহুল কবির রিজভী বলেন, অবৈধ ও এক তরফা তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ আহ্বান করা হচ্ছে।
এর মধ্য দিয়ে বিএনপি ও সমমনা দলগুলো সপ্তম দফা অবরোধের ডাক দিল।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টায়।
টাইমস ডেস্ক/২৩ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur