চাঁদপুরের কচুয়ায় বৃহস্পতি ও শুক্রবার এ দুই দিনের টানা ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পুইশাক, পালংশাক, লালশাক, মরিচ, ধনিয়া, ফুলকপি, বাধাকপি ইত্যাদি শীতকালীন শাক সবজি বিনষ্ট হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সরিষার। নিচু মাঠের আমন ধান পানিতে তলিয়ে গেছে। স্থানে স্থানে ঢাল পালা ভেঙ্গে যাওয়া সহ বিভিন্ন গাছ-পালা উপড়ে পড়েছে।
বিভিন্ন সড়কে গাছপালা উপড়ে পড়ে ঘন্টার পর ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়। গাছের ঢাল-পালা ভেঙ্গে পড়ে ছিড়ে যায় বৈদ্যুতিক তার । এতে প্রায় ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন ঝড়ে সরিষাসহ আমন ও শীতকালীন শাক-সবজির ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ অব্যাহত রয়েছে।
কচুয়া প্রতিনিধি, ১৮ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur