ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ২১ ঘণ্টা পর চাঁদপুর হতে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে।
আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চ। এর আগে মিধিলির কারণে গতকাল শুক্রবার সকালে চাঁদপুর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।
এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুরে ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শাহাদাত হোসেন জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রতিকূল আবহাওয়া অনুকূলে আসা এবং নদী বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত না থাকায় সকাল থেকে সকল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। প্রায় ২১ ঘণ্টা পর চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জসহ সব নৌপথে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।
স্টাফ করেসপন্ডেট,১৮ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur