জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবেন না, যদি ওই ব্যক্তির বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব না হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক মো.শরিফুল আলম জানিয়েছেন,‘নির্বাচন কমিশন ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী বাংলাদেশী নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকেন,তবে তারা ভোটার নয়।’
তিনি বলেন, তিনিই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন-যিনি বাংলাদেশি নাগরিক,আঠারো বছর বা তদুর্ধ্ব বয়সী (অর্থাৎ ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকগণ), সংশ্লিষ্ট ভোটার এলাকার বা নির্বাচনি এলাকার অধিবাসী এবং যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
যারা ভোট দিতে পারবেন না, তারা হলেন- যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকে,২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী নাগরিকগণ, আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি,বিশেষ ট্রাইব্যুনালে দন্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দন্ডিত ব্যক্তি।
১৩ নভেম্বর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur