Home / চাঁদপুর / সুদীপ্ত রায়ের সাথে জেলা হিন্দু মহাজোটের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়
হিন্দু মহাজোটের

সুদীপ্ত রায়ের সাথে জেলা হিন্দু মহাজোটের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়ের সাথে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর শনিবার বিকেল ৪টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে এ শুভেচ্ছা মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা কিমিটির পক্ষ থেকে সুদীপ্ত রায়কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু মহাজোট চাঁদপুর জেলার সভাপতি রতন চন্দ্র দাস, নির্বাহী সভাপতি অঞ্জন মিত্র, সাধারণ সম্পাদক রঞ্জীত রায় চৌধুরী,সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক কানু দত্ত, সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ্র রায় দীপক, প্রচার সম্পাদক বিপ্লব দাস, অর্থ বিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ, সদর উপজেলা কমিটির সভাপতি বিপুল মজুমদার জয়, মতলব দক্ষিণ উপজেলা কমিটির সভাপতি মদন মোহন সাহা, চাঁদপুর পৌর কমিটির সভাপতি দুর্জয় সাগর, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলা শাখার নির্বাহী সভাপতি পরেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রীধাম চন্দ্র দাস, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাওন চন্দ্র দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১১ নভেম্বর ২০২৩