চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফে ইলমে দ্বীনের প্রশিক্ষণ কর্মশালা ‘খাস তা’লিম অনুষ্ঠিত হয়েছে। শনিবার দরবার শরীফে দিনব্যাপি এ তা’লিম অনুষ্ঠিত হয়।
ইলমে দ্বীনের এ প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন, দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।
বিশেষ করে ‘দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর’- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঐতিহাসিক এ বানীতে শাজুলিয়া দরবারের প্রত্যেক ভক্ত-মুরিদানের জন্য দুনিয়া ও আখেরাতের জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এ তা’লিমের আয়োজন করা হয়।
পীরজাদা শাহ মুহাম্মদ আতাউল্লাহ শাজুলির সভাপতিত্বে নসিহত পেশ করবেন শাজুলিয়া দরবারের পরিচালক পীরজাদা আবুল হাসান শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি।
এসময় দরবার শরীফের মুরিদীন মুহিব্বিনসহ ধর্মপ্রাণ মুসলমানগন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur