কাতারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঁদপুরের কচুয়ার যুবক মো. আব্দুল কাদের (৩৮) নিহত হয়েছে। রোববার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে কাতারের দোহার শহরের একটি মার্কেটের পাশে গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডে তিনি নিহত হন। নিহত মো. আব্দুল কাদের দারাশাহী তুলপাই গ্রামের মো. আলী হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ছুটি শেষে প্রায় ২ বছর আগে আব্দুল কাদের কাতারে পারি জমান। রবিবার রাতে তার ফোরম্যানের সাথে দেখা করতে ওই এলাকার একটি গ্যারেজে গেলে তিনি অগ্নিকান্ডের শিকার হন। বর্তমানে তার মরদেহ কাতারে হিমঘরে রয়েছে। তার লাশ দেশে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন।
নিহত আব্দুল কাদেরের স্ত্রী রানু বেগম দুই মেয়ে ও এক ছেলে নিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur