চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন চাঁদপুর জজ কোর্টের এ্যাডভোকেট আল আমিন উজ্জ্বল।
৫ নভেম্বর বিকাল ৩টায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল। নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ও অন্যান্য সদস্যদের ভোটে সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, অফিসার ইনচার্জ রিপন বালা, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন,প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল , কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ ।
বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি, দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধিদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে অ্যাডভোকেট আল আমিন উজ্জ্বল ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। অপরদিকে সাবেক সভাপতি মোঃ আল মাহমুদ পেয়েছেন ৩ ভোট ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur