চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন রিয়াদ হোসেন নামের এক যুবক। সম্প্রতি মেঘদাইর গ্রামে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের বেশিরভাগ অঙ্গই ঝলসে যায়। রিয়াদ হোসেন দহুলিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
রিয়াদ হোসেনের চিকিৎসার ব্যয়ভার বহন করা তার বাবা দুলাল মিয়ার কাছে সম্ভরপর হচ্ছে না। তাই চিকিৎসার্থে আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের টানে রক্তদানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মেঘদাইর বাজারস্থ সংগঠনের কার্যালয়ে তার বাবার কাছে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur