কচুয়ায় ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি পুর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপস্থিত ছিলেন, ইউএনও (ভারপ্রাপ্ত) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল, মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও সনতোষ চন্দ্র সেন প্রমুখ।
উল্লেখ্য যে, চলতি রবি মৌসুমে কচুয়া ১০৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur