কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে কচুয়া দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় ৪ নেতার স্বরণে আলোচনা সভা, দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় এ আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জাব্বার বাহার, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম লালু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল সহ দলীয় অঙ্গসংগঠন নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur