কচুয়া উপজেলার হাসিমপুর মিয়ার বাজারে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ২ বছর পুর্তি উপলক্ষে গ্রাহক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার মিয়ার বাজার এজেন্ট ব্যাংকিং কার্যালয় ভবনে বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জসীম উদ্দিন মিয়ার সভাপতিত্বে মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক চাঁদপুরের সিনিয়র এরিয়া সেলস্ ম্যানেজার মো. আলমগীর হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন অত্র এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আলহাজ¦ মো. রফিকুল ইসলাম চৌধুরৗ ও মা ভ্যারাইটিজ ষ্টোরের স্বত¦াধীকারী মোঃ এমরান হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক কচুয়া-শাহরাস্তি এরিয়া মাষ্টার এজেন্ট মোঃ সাইফুল ইসলাম, মিয়ার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ প্রধান, গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল, মো. ইমান মুন্সী ও সেলিনা আক্তার প্রমূখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মো: নেয়ামত উল্লাহ। এ সময় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং উক্ত শাখার ৫ শতাধীক গ্রাহকের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur