চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৬:১৬ পিএম, ০৩ অক্টোবর ২০১৫, শনিবার
দেবর ভাবীর খুনসুটি প্রায় পরিবারেই দেখা যায়। সুন্দর এ সম্র্পকটি অনেক সময় শালীনতার সীমা অতিক্রম করে গড়ায় স্ক্যান্ডালে। প্রায়শই ব্যাপারটি অভিভাবকদের সামনে ঘটলেও তারা এসব ঘটনাকে তেমন গুরুত্ব দেন না। বরং কিছু নয় বলে উড়িয়ে দেন।
কিন্তু এমন একটা সময় আসে যখন আর বাধা দিলেও কাজ হয় না। প্রায়ই শুনা যায় স্বামী বিদেশে বউ অন্য কারো সাথে গোপন সম্র্পকে, দেবরের হাত ধরে পালিয়েছেন ভাবী কিংবা দেবর ভাবীর সম্র্পকে অশালীনতাসহ আরো নানা রকম খবর।
ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে।
জানা যায়, কুতুবপুর গ্রামের আলী মিয়ার বড় ছেলে প্রবাসী বিল্লালের ছোট ভাই আলাল বড় ভাইয়ের প্রবাসে থাকার সুবাদে ভাবীর সাথে মধুর সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্ক এক সময় গড়িয়ে যায় অনেকদূর। গত শুক্রবার রাতে তারই জের ধরে ভাবীর সাথে জোর করে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে তাকে ধর্ষণ করতে গেলে ওই ভাবীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে।
এ ব্যাপারে আজ শনিবার গ্রাম্য সালিশে দশবার বেত্রঘাত করে শাস্তি দেয়া হয়। এলাকাবাসী জানায়, গ্রাম্য শালিসের এ ধরনের বিচার তারা মেনে নিতে পারছেন না। কারণ গুরু অপরাধে লঘু দন্ডে সমাজে অপরাধ বেড়ে যাবে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur