গাজা উপত্যকায় ইসরায়েলি চলমান হামলায় তিন হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। যা ২০১৯ সাল থেকে প্রতিবছর সারা বিশ্বে সংঘাতের কারণে যত শিশু নিহত হয়েছে তার চেয়েও বেশি।
সেভ দ্য চিলড্রেনের হিসাবে,‘৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলের হামলায় গাজায় তিন হাজার ১৯৫টি শিশু নিহত হয়েছে।’
গত রবিবার শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানায়।
অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের জন্য আহ্বান জানায় সংস্থাটি। নিহত শিশুর সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করছে সেভ দ্য চিলড্রেন। এখনো এক হাজার শিশু নিখোঁজ বলে দাবি করেছে সংস্থাটি।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের উল্লেখ করে রবিবার বেসরকারিভাবে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ৭ অক্টোবর থেকে গাজায় রবিবার (২৯ অক্টোবর) পর্যন্ত তিন হাজার ৩২৪ শিশু নিহত হয়েছে। সূত্র : আলজাজিরা
৩০ অক্টোবর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur