চাঁদপুর জেলার সাবেক জেলা শিক্ষা অফিসার মো.গিয়াস উদ্দিন পাটোয়ারী ঢাকা বারডেম হাসপাতালে আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮ ঘটিকায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি —- ইলাইহি রাজিউন)। মৃত্্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। হাইমচরের কৃতিসন্তান ও সাবেক হাসান আলী সরকারি উচ্চ বিদ্য়ালয়ের প্রধানশিক্ষক বীরমুক্তিযোদ্ধা জিন্নাহ পাটওয়ারীর ছোট ভাই ।
তিনি প্রথমে হাইমচরে বালিকা ও বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,মাতৃপীঠ ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, লক্ষীপুর ও কুমিল্লা জেলার জেলা শিক্ষা অফিসার ও চাঁদপুর জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর সহধর্মিণী ফেরদৌস আরা বেগম চাঁদপুর গণি মডেল হাই স্কুলের সহকারী শিক্ষিকা। তিনি ১ ছেলে ও ১ মেয়ের সৌভাগ্যশীল পিতা ছিলেন। তাঁর নামাজে জানাজা আজ বাদ জোহর চিশতি জামে সমজিদ সংলগ্ন হাসান আলী সরকারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় ।
বাদ আছর হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হবে বলে বড়ভাই সাবেক হাসান আলী সরকারি উচ্চ বিদ্য়ালয়ের প্রধানশিক্ষক বীরমুক্তিযোদ্ধা জিন্নাহ পাটওয়ারী জানান।
তাঁর নামাজে জানাজায় চাঁদপুর শহরের সব কটি স্কুল ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
চাঁদপুর টাইমস
২৬ অক্টোবর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur