চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৪৩ পিএম, ০২ অক্টোবর ২০১৫, শুক্রবার
রাজধানীর মোহাম্মদপুরে এক মাদরাসা ছাত্রকে (১৪) বলাৎকারের অভিযোগে শিক্ষক শফিকুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়ার পর রাত সোয়া ১০টায় তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আভিযোগ পাওয়ার পর মাদরাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।
এর আগে রোববার অসুস্থ অবস্থায় নির্যাতনের শিকার ছাত্রটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ছাত্রের বড় ভাই আবুল হোসেন (ছদ্মনাম) অভিযোগ করে বলেন, তার ভাই মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। গত কয়দিন ধরে নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে ওই মাদরাসার শিক্ষক শফিকুল ইসলাম তাকে বলাৎকার করেছেন।
এ কারণে শরীরে প্রচণ্ড ব্যথা হওয়ায় ছেলেটি সবুজবাগ এলাকার বাসায় আছে বলে জানান তিনি।
আবুল হোসেন বলেন, প্রথমে আমার ভাই বিষয়টি আমাদের জানায়নি। অনেক চাপা-চাপির পর এ ঘটনা খুলে বলে। এরপর তাকে রোববার হাসপাতালে ভর্তি করি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur