মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা জেলা শাখার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে । ১৪ অক্টোর সকাল ১০টায় কুমিল্লার রাজগঞ্জে স্থানীয় একটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোতাওয়াল্লী সমিতির মহাসচিব অধ্যক্ষ ড.মো.আলমগীর কবীর পাটোয়ারী ।
সম্মেলনে মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ; হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়ার লিখিত বক্তব্য পড়ে শুনানো হয়।
ড.হাকীম মো.ইউছুফ ভূঁইয়া বলেন,‘দীর্ঘদিন পর হলেও এ ধরনের আয়োজন দেশের মোতাওয়াল্লীদের মধ্যে অনুপ্রেরণা জোগাবে । ‘
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত ওয়াক্ফ প্রশাসক মো.জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোতাওয়াল্লী সমিতির সহ-সভাপতি ইয়ার মোহাম্মদ বেলাল,সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হোসেন, মোতাওয়াল্লী সমিতি বৃহত্তর কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা মোজাহারুল হক মনসুর সিআইপি । শুভেচ্ছা বক্তব্য রাখেন মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ কাজী বেলাল আহাম্মদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের বৃহত্তর কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব মো.সিদ্দিকুর রহমান। বিজ্ঞপ্তি
১৯ অক্টোবর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur