ভর্তুকি দামে দেশব্যাপি ১ হাজার টাকার টিসিবির পণ্য মিলবে ৬১০ টাকায়। এ টাকার মধ্যে চাল,তেল,ডাল,চিনি ও পেঁয়াজ বিক্রি করা হবে। রবিবার ১৫ অক্টোবর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ধানমন্ডি লেক এলাকায় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।
টিসিবি সূত্রে জানা গেছে,রবিবার সকাল ১০টার দিকে ঢাকা মহানগরীর ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষ ভর্তুকি দামে চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজ কিনতে পারবেন। জনপ্রতি ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা,২ কেজি মসুর ডাল ১২০ টাকা, ৫ কেজি চাল ১৫০ টাকা,এক কেজি চিনি ৭০ টাকা এবং দু’ কেজি পেঁয়াজ ৭০ টাকাসহ ৬১০ টাকার প্যাকেজ দামে পাঁচটি পণ্য কেনার সুযোগ পাবেন।
টিসিবি আরো জানায়,ডিলারদের দোকান বা নির্ধারিত স্থাপনা থেকে সিটি করপোরেশন,জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে চিনি প্রাপ্যতা সাপেক্ষে এবং পেঁয়াজ শুধু রাজধানীর কার্ডধারীরা কিনতে পারবেন।
১৫ অক্টোবর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur