ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন এবং বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুর জেলা ইমাম পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা চাঁদপুর শহরের বায়তুল আমিন জামে মসজিদের সামনে ’ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে চাঁদপুর শহরের পুরানবাজার এবং নতুন বাজারের বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসল্লীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হয়। এরপর সেখানে নেতৃবৃন্দের বক্তব্য শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে দল মত নির্বিশেষে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। মিছিলটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
মিছিলপূর্কক বিক্ষোভ নমাবেশে সভাপতিত্ব করেন, চাঁদপুর জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতী মাহবুবুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি মুফতী আব্দুর রউফ, মুফতী শাহাদাত কাসেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রাশেদ, মাওলানা আশরাফ আলী, মাওলানা মুখতার, মুফতী শফিকুল ইসলাম, মাওলানা আনওয়ারুল করীম, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস ফরিদী, যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল মাদানী, সহ-সম্পাদক মুফতী ওমর ফারুক, মাওলানা মোশাররফ হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ত্বহা খান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী তাফাজ্জল হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনিরুল ইসলাম, মাওলানা তারেক।
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, ৭৫ বছর ধরে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সম্রজ্যবাদী পশ্চিমারা ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্ব সন্ত্রাসী ইসরাইলকে প্রকাশ্য মদদ দিয়ে যাচ্ছে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ইসরাইলিদের প্রতিহত করতে হবে।
বক্তারা আরো বলেন, ওরা মুসলমানদের দুশমন। ওদের রুখে দাঁড়াতে হবে। অবিলম্বে ফিলিস্তিনে ইজরাইলি হামলা বন্ধ করতে হবে। ইতিমধ্যে ইজরাইলি বাহিনীর বর্বর হামলায় কয়েক শত শত ফিলিস্তিনী নাগরিক নিহত ও কয়েক হাজার নাগরিক আহত এবং হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়েছে। ইসরাইলি বাহিনী নিষ্ঠুর ও নির্দয়ভাবে বোম্বিং করেই চলছে। ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে। এটা তাদের মৌলিক অধিকার। ফিলিস্তিনিদের কান্না আর সহ্য হয় না। বিশ্ব মুসলমানের প্রতি আহ্বান, উঠুন জাগুন প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন। ফিলিস্তিনের স্বাধীনতা সমস্যার সমাধান মর্মে ঐক্যবদ্ধ হন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৩ অক্টোবর ২০২৩