চাঁদপুর সদর উপজেলার হানারচর ও চান্দ্রা ইউনিয়নে জেলেদের মাঝে মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে এসব ইউনিয়নে চেয়ারম্যানগণ নিজেরা উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
হনারচর ইউনিয়ন পরিষদের ২ হাজার ১শ ৮১ জন নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরন করা হয়। মেম্বারদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি সচিব সাব্বির হোসেন,ট্যাগ অফিসার সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক উৎপল দাস।
চান্দ্রা ইউনিয়ন পরিষদের ১ হাজার ৭ শ ৯৮ জন নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু। ট্যাগ অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দীন।
এসব ইউনিয়ন পরিষদের জেলেরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মা ইলিশ রক্ষার বিশেষ বরাদ্দের চাউল গ্রহন করে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১১ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur