ফিলিস্তিন যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ১ লাখ ২৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের বরাত দিয়ে এক সোমবার ৯ অক্টোবর এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানায়, এ সংঘাতে ‘গাজায় অভ্যন্তরীণভাবে ১ লাখ ২৩ হাজার ৫শ ৩৮ জন বাস্তুচ্যুত হয়েছে। এদের বেশিরভাগই প্রাণভয়ে এবং সুরক্ষা উদ্বেগজনিত কারণে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। আবার এদের মধ্যে অনেকের ঘরবাড়ি ইসরাইলের হামলায় ধ্বংস হয়ে গেছে।’
তারা আরো জানায়, সেখানে ৭৩ হাজার এরও বেশি মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।
৯ অক্টোবর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur