চাঁদপুরের হাজীগঞ্জে পরকীয়া প্রেমিকসহ স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার বিকালে হাজীগঞ্জ বাজারের ট্রাকরোডে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের পাশে সিঙ্গাপুর ভিলায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, স্ত্রীর পরকীয়ায় জের ধরে প্রবাস ফেরত স্বামী এমরান হোসেন (৪০) কে গলা কেটে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে দূর্বৃত্তরা। নিহত এমরান ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষীপুর দালাল বাড়ীর।
পরকীয়া প্রেমিক শাহরাস্তি উপজেলার ওয়ারুক গ্রামে। তার সাথে প্রবাসী এমরান হোসেনের স্ত্রী ফারজানা আক্তারের পরকীয়া সম্পর্ক রয়েছে। স্বামী দুই মাস হলো দেশে আসায় তাদের সম্পর্ক বেশ ঝামেলা চলছে। তাদের এক সন্তান রয়েছে। স্ত্রী ফারজানা আক্তারের গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ঝাঁকুনি গ্রামে।
স্থানীয় প্রত্যক্ষদোষী খোকন মিয়া বলেন, সন্ধার লগনে স্বামীর গলাকাটা স্থানে হাতে চাপদিয়ে সুন্দরী স্ত্রী ফারজানা আক্তার অটোরিকশা করে হাসপাতালে নিয়ে যায়। এর আগে শুনেছি তাদের বাসার সামনে ডাকচিৎকার হয়েছে। তবে কারা হত্যা করেছে তা দেখিনি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, আমরা নিহতের স্ত্রী ফারজানা আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছি। লাশ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হবে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৮ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur