চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে ঘাতক আল আারাফাহ,পদ্মা ও বিআরটিসি বাস বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে কচুয়া বিশ্বরোড এলাকায় কাদলা ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাতের সার্বিক ব্যবস্থাপনায় ঘন্টব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। পরে ঘাতক বাসের বন্ধের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কচুয়া বিশ্বরোড এলাকার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করা হয়।
এসময় বক্তারা বলেন, এ সড়কে ঢাকাগামী আল-আরাফাহ্,পদ্মা ও বিআরটিসি বাস চলাচলের শুরু হতেই একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। ফলে সাধারন যাত্রী ও জনগণের নিরাপত্তা নেই বললেই চলে। অদক্ষ চালক ও ফিটনেস বিহীন গাড়ি চলাচলে এ সড়কে অকালে প্রাণ হারাচ্ছেন অনেকে। দ্রুত ওই সড়কের আকাঁবাকা রাস্তা সরলীকরন না হওয়া পর্যন্ত ওই বাস গুলো বন্ধ থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি দক্ষ চালক, গতিসীমা নির্ধারণ, লাইসেন্স প্রাপ্ত চালক দ্বারা গাড়ি চালানোর আহ্বান জানান।
এসময় ইউপি সদস্য কাউছার প্রধান,ইসমাইল হোসেন মোল্লা,স্বেচ্ছাসেবক লীগ নেতা হামিদ খান,যুবলীগ নেতা শরীফ মজুমদার সহ কলেজ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur