ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরীয়া ওল্ডস্কীম দাখিল মাদ্রাসার সুপার আবুল বাশারের বিরুদ্ধে নবম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে সাময়িক বরখাস্থ করেছে মাদ্রাসা পরিচালনা কমিটি।
মাদ্রাসার সুপার আবুল বাশার ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ছাত্রীর ভাই আরমান হোসেন ১৮ সেপ্টেম্বর লিখিত দরখাস্ত দেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর।
এরপর ১৯ সেপ্টেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্না ওই মাদ্রাসায় গিয়ে ছাত্রীকে শ্লীলতাহানির সত্যতা পায়। এসময় শিক্ষা অফিসার মাদ্রাসার সুপার আবুল বাশারের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মাদ্রাসার পরিচালনা কমিটিকে।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাদ্রাসার ম্যানেজিং কমিটির জরুরি সভায় মাদ্রাসার সুপার মাও. আবুল বাসারকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur