চাঁদপুর পৌর কয়লাঘাট এলাকায় বৈঠক খানা উদ্বোধন, আলোচনা সভা ও স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কয়লাঘাট এলাকায় সাজেদা ফাউন্ডশন সুদিনের আয়োজনে বৈঠকখানার উদ্বোধন উপলক্ষে ফিতা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে আলোচনাসভা ও স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি বক্তব্যে বলেন, সারা বাংলাদেশের মধ্যে ৪ টি জায়গা নিয়ে কাজ করছে সাজেদা ফাউন্ডশন। এর মধ্যে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর রয়েছে। তাই চাঁদপুরের মানুষ অনেক ভাগ্যবান। চাঁদপুর পৌরবাসী সাজেদা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ।
সাজেদা ফাউন্ডেশন সুদিনের ইনচার্জ মোঃ কৌশিক তালুকদারেরর সভাপতিত্বে ও
সাজেদা ফাউন্ডেশনের স্যোসাল ডেভোলাপম্যান্ট অফিসার জুয়েল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, কাউন্সিলর শফিকুল ইসলাম, সোহেল রানা, চাঁদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দনাথ ঘোষ, সুদিনের কোঅর্ডিনেটর আফরোজা রহমান পৃষ্টি, উন্নয়ন কমিটির সদস্য লুৎফর রহমান মাঝি।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃ পারভেজ।
আলোচনা সভা শেষে ৩৫ জনের মাধ্যে সাচেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,২১ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur