বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
এমপি বলেন,’লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং মেধা বিকশিত ঘোষিত হয়। লেখাপড়ার পাশাপাশি যে অবসর সময়টুকু থাকে ওই সময়ে মোবাইলের প্রতি আসক্ত না হয়ে খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , রিপন বালা মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইয়ের চেয়ারম্যান মমিন সুজন, মতলব উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মতলব পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাইরিন সুলতানা নয়ন, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মোসলে উদ্দিন মিশু, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল হোসেন, প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৭ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur