চাঁদপুরের কচুয়া উপজেলা বারৈয়ারা দারুল উলুম নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে নব নির্মিত ভবন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, পাথৈর ইউপি চেয়ারম্যান মো. আলী আক্কাস মোল্লা।
মাদ্রাসার সেক্রেটারী মো. আলম মোল্লার পরিচালনায় এসময় বিশিষ্ট সমাজসেবক মো. গিয়াস উদ্দিন পাটোয়ারী জুয়েল,বদরুদ্দোজা তালুকদার খোকন,মতলব উত্তর খন্দকারকান্দি দারুল উলুম মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আলহাজ্ব মোঃ আবু হানিফ,সাবেক ইউপি সদস্য হাজী মোঃ মমতাজ উদ্দিন,তালেরছেও নেছারিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো. মোস্তাক আহমেদ প্রধান, মোঃ রুহুল আমিন সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ, বারৈয়ারা বাইতুন নুর জামে মসজিদ পেশ ইমাম মাওলানা মুফতি যোবায়র আহমেদ, সার্ক মানবাধিকার ইউনিয়ন সহসভাপতি মানিক তালুকদার, মোঃ আলী আর্শাদ মোল্লা সহ মাদ্রাসার শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur