চাঁদপুর শহরের বড় স্টেশন ক্লাব রোড এলাকা থেকে মাদকসহ আটক মো. সেলিম সিকদার (৩২) নামে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্ত সেলিম ক্লাব রোডের মো. রেজু সিকদারের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সেলিমের কাছ থেকে তার পরিহিত প্যান্টের বাম পকেটে রক্ষিত অবস্থায় একটি ছোট পলিথিনের ভিতরে কাগজ দ্বারা মোড়ানো গাঁজার পুড়িয়া চারটি প্রতিটি ২৫ গ্রাম করে একশত গ্রামসহ হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়।’
স্টাফ করেসপন্ডেট
২১ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur