বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. মো. আব্দুল খালেক।
রবিবার বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. কে.এম আব্দুল মমিন মিয়াজী ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো. আমিনুল হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ২০২৩-২০২৬ কমিটিতে অ্যাড. আব্দুল খালেককে আইন বিষয়ক সম্পাদক করা হয়। এদিকে কচুয়ার পাথৈর গ্রামের কৃতি সন্তান অ্যাড. মো. আব্দুল খালেক বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur