কচুয়ায় প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়, ইনভয়েজ ক্যাশমেমো ব্যতিত ঔষধ ক্রয় বিক্রয়, মজুদ সকল প্রকার রেজিস্ট্রেশন বিহীন ঔষধ প্রতিরোধসহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কচুয়া বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে কাজী মেডিকেল সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আনোয়ার ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাম্মৎ ফোয়ারা ইয়াসমিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দারসহ কচুয়া বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur