পরিবর্তনশীল ও শান্তিপূর্ন সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাস চন্দ্র দাস, সমাহারের কচুয়া প্রোগ্রাম সুপারভাইজার মো. জাকির তালুকদার,উপজেলা আইসিটি কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur