চাঁদপুর পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর বুধবার বিকালে মোল্লা পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ৯ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ইকবাল হোসেন মনার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজ ঢালীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি বক্তব্যে বলেন, ৯নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক কিছু দুর্বলতা আছে। নির্বাচনের আগে সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে। ডাঃ দীপু মনির হাতকে শক্তিশালী করতে হবে। এ সরকারের উন্নয়নের কথা সবার কাছে পৌছে দিতে হবে। এ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিছু দিনের মধ্যে শুরু হবে। ৯নং ওয়ার্ডের প্রতি নজর রয়েছে, কারন এলাকার বিভিন্ন মহল্লা অবহেলিত। পৌরসবাসীর কাছে ওয়াদা দেওয়া প্রত্যেকটি ওয়াদা নির্ধারিত সময়ে পূরণ করা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সরকারের ধারা চলমান রাখতে হবে।
তিনি বলেন, যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। স্বাধীনতার পরাজিত শক্তিরা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা সরকারের নানা উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। শেখ হাসিনার সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড জনগনের ঘরে ঘরে পৌছে দিতে হবে। শেখ হাসিনার বিকল্প এ বাংলাদেশে তৈরি হয় নি, আর হবেও না।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুব মহিলা লীগের সভাপতি ও কাউন্সিলর ফরিদা ইলিয়াস, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন মিয়াজী সোহাগ, সাধারণ সম্পাদক তাহের মোল্লা, পৌর যুবলীগের সদস্য ও কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী প্রমুখ।
এসময় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপূর্বে ৯ নং ওয়ার্ড যুবলীগের নেতা মোঃ সেলিম মোল্লা বিশাল মিছিল নিয়ে বর্ধিত সভায় অংশ নেন।
অন্যান্য বক্তারা বলেন, আপনারা যদি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারন করে থাকেন, যদি দীপু মনির নেতৃত্বকে ভালবাসেন, তাহলে দলকে সুসংগঠিত করতে কাজ করতে হবে। শেখ হাসিনার বক্তব্য যদি শুনে থাকেন তাহলে আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সেজন্য আমরা প্রতিটি ওয়ার্ডে যুবলীগের কমিটি গঠন করা হবে। বিএনপি কেবল লাফায়, কি লাভ লাফ দিয়ে। যুবলীগ সুসংগঠিত আছে, আপনাদের লাফ দেয়া বন্ধ হয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকার গঠন করতে যুবলীগ বলিস্ট ভূমিকা পালন করবে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৬ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur