Home / চাঁদপুর / পুরান বাজার দাস পাড়া জম্মাস্টমী উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রা 

পুরান বাজার দাস পাড়া জম্মাস্টমী উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রা 

চাঁদপুরে জম্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পুরান বাজার দাস পাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়। 

 ৬ সেপ্টেম্বর বুধবার বিকালে দাস পাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র এবং  জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ  বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। 

এসময় তিনি বলেন, আজ হিন্দু সম্প্রদায়ের মানুষ ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করছে। আজ থেকে বহু বছর আগে কৃষ্ণ শত্রুদের দমন করতে আবির্ভূত হয়েছিলেন। আমাদের দেশে আজও অনেক অপশক্তি শত্রুরা বিরাজমান রয়েছে। তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। যাদের নিয়ে গর্ব করি, রক্তের বিনিময়ে স্বাধীন একটি ভূখন্ড পেয়েছি সেইব ব্যাক্তিরা ও এখানে আছেন। আমরা চাই শ্রী কৃষ্ণ যেমনি ভাবে কংশ বদ করে অত্যাচারীদের বিনাশ করে শান্তি প্রতিষ্ঠা করেছিলো, তেমনি ভাবে আমাদের সমাজ থেকে সকল অত্যাচারীদের বিনাশ করে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা করে বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশে আমরা রূপান্তর করবো। 

এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জম্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক অজয় কুমার ভৌমিক, মুক্তিযুদ্ধা অজিত সাহা, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, আরো উপস্থিত ছিলেন, দাস পাড়া জুম্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাদর চন্দ্র দাস, সাধারন সম্পাদক রঞ্জিত দাস, সাংগঠনিক সম্পাদক সুজন দাস।সহযোগিতায় ছিলেন, দুলাল দাস, বিশ্বনাথ দাস, গৌতম দাস, খোকন, মৃনাল  দাস,মৃদুল দাস, উৎপর, অজিত, সঞ্জয়, সুমন,রিপন, সমির, রাম, আশিষ, অসিম সনজিত দাস সহ আরো অনেক। 

পরে দাসপাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রাটি চাঁদপুর জন্মাষ্টমী উদযাপন সাথে একাত্মতা পোষণ করে নতুন বাজার এলাকা পরিভ্রমণ  করে নিজ এলাকায় গিয়ে শেষ হয়

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,৬ সেপ্টেম্বর ২০২৩