Home / চাঁদপুর / চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ ‘ভোট‌বিহীন সরকার‌কে ক্ষমতা থে‌কে নামা‌নো’
বিএনপির

চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ ‘ভোট‌বিহীন সরকার‌কে ক্ষমতা থে‌কে নামা‌নো’

চাঁদপুর জেলা বিএন‌পির সভাপ‌তি শেখ ফ‌রিদ আহ‌মেদ মা‌নিক বলেছেন, ‘আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমা‌দের এক‌টি মাত্র শপথ,  ‘বর্তমান ভোট‌বিহীন সরকার‌কে ক্ষমতা থে‌কে নামা‌নো না পর্যন্ত রাজপ‌থে থাক‌তে হ‌বে। সবাই আগামী দি‌নে সকল কর্মসূ‌চি সফল কর‌তে রাজপ‌থে থাক‌তে হ‌বে।’

বাংলা‌দেশ জাতীয়তাবদী দল বিএন‌পির ৪৫তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে চাঁদপুর জেলা বিএন‌পির আয়োজনে বিশাল সমাবেশ তিনি এসব কথা বলেন।

১ সেপ্টেম্বর শুক্রবার বি‌কে‌লে জেলা বিএনপির দলীয় কার্যাল‌য়ের সমা‌বেশের আয়োজন করা হয়। সমাবেশ কে কেন্দ্র করে নেতাকর্মীদের বিপুল সংখ্যক উপস্থিত ছিল লক্ষণীয়।

বিএন‌পির সভাপ‌তি আরও  ব‌লেন, ‘দে‌শের জনগ‌ণের হৃদ‌য়ে খোদাই ক‌রে শহীদ জিয়াউর রহমান, খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমা‌নের নাম লিখা হ‌য়ে গে‌ছে। তাই সরকার শত চেষ্টা করেও বিএন‌পি‌কে নি‌শ্চিহ্ন করা যা‌বে না।’

বিএনপির

চাঁদপুর সদর উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক অ‌্যাড‌. জাহাঙ্গীর খা‌নের প‌রিচালনায় সমাবেশে বক্তব‌্য রা‌খেন, জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক অ‌্যাড‌. স‌লিম উল‌্যা সে‌লি‌ম, সি‌নিয়র সহ সভাপ‌তি মাহবুবুর রহমান বাবলু, সহ সভাপ‌তি জ‌সিম উ‌দ্দিন খান বাবুল, দেওয়ান স‌ফিকুজ্জামান, যুগ্ম সম্পাদক আক্তার হো‌সেন ম‌ঝি, অ‌্যাড‌. হারুনুর র‌শিদ, শাহজালাল মিশন, সাংগঠ‌নিক সম্পাদক অ‌্যাড‌. শামছুল ইসলাম মন্টু, সদন‌্য মাহবুবুর রহমান শাহীন, জেলা ম‌হিলা দ‌লের সভাপ‌তি অ‌্যাড‌. মু‌নিরা চৌধুরী, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সদস‌্য স‌চিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জু‌য়েল, জেলা যুবদ‌লের সভাপ‌তি মানিকুর রহমান মা‌নিক, সাধারণ সম্পাদক অ‌্যা‌ভো‌কেট নুরুল আ‌মিন খান আকাশ, জেলা শ্রমিক দ‌লের সাধারণ সম্পাদক হা‌বিবুর রহমান, জেলা যুবদ‌লের সাংগঠ‌নিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা মৎস‌্যজীবী দ‌লের সভাপ‌তি মোস্তফা কামাল, জেলা ওলামা দ‌লের সভাপ‌তি জ‌সিম উদ্দিন, চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের সা‌বেক জিএস মুজিবুর রহমান লিটন, ‌জেলা ছাত্রদ‌লেরর সভাপ‌তি ঈমাম হো‌সেন, সাধারন সম্পাদক ইসমা‌ইল পাটওয়ারী, সাংগঠ‌নিক সম্পাদক সোহাগ।

বক্তারা ব‌লেন, বতর্মান সরকার দে‌শের নাগ‌রিক‌দের গণতা‌ন্ত্রিক ভো‌টের অ‌ধিকার কে‌ড়ে নি‌য়ে‌ছে। বিগত ১৪ বছর অ‌বৈধ শেখ হাসিনা সরকার ক্ষমতায় থে‌কে দেশের গণতন্ত্রকে গলা টি‌পে হত‌্যা ক‌রে‌ছে। আমরা জিয়াউর রহমা‌নের নেতৃ‌ত্বে স্বাধীনতা অর্জন ক‌রে‌ছি, তা‌রেক রহমা‌নের মাধ‌্যমে স্বাধীনতা‌কে রক্ষা কর‌বো। যখন দে‌শের গণতন্ত্র ভুল‌ন্ঠিত, দে‌শে বাকশালী আইন প্রতিষ্ঠিত ছিল ঠিক তখন গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াউর রহমান ১৯৭৭ সা‌লের ১ সে‌প্টেম্বর বিএন‌পির প্রতিষ্ঠা ক‌রেন।প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌তে শপথ হোক জনগণের অধিকার আদার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।

সভার শুরু‌তে প‌বিত্র কোরআন থে‌কে তেলাওয়য়াত ক‌রেন শহর বিএন‌পির সভাপ‌তি আক্তার হো‌সেন মা‌ঝি।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১ সেপ্টেম্বর ২০২৩