কচুয়া উপজেলার বড়তুলাগাঁও গ্রামের চাঁন্দার বাড়িতে সোমবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে প্রবাসী বাহালুলের ছোট-বড় দুটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছলেও ততক্ষণে সবকিছু পুড়ে ভষ্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ প্রবাসী বাহালুলের স্ত্রী শাকিলা বেগম জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময় আমরা পরিবারের কেউ গৃহে ছিলাম না। অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলতে পারছিনা। অগ্নিকাণ্ডে নগদ ১ লক্ষ টাকা, ৫ ভরি ওজনের স্বর্ণলংকার, আইপিএস, সৌরবিদ্যুৎ, ৪টি স্টিলের আলমারী, ফ্রিজ, হিটারসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। অন্তত ১৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাহতাব মণ্ডল জানান, রহিমানগর-ভাতেশ্বর রাস্তা ভঙ্গুরধশার কারণে অগ্নিকাণ্ডস্থলে আমাদের পৌছতে কিছুটা বিলম্ব হয়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur