১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রলাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাইবে সংস্থাটি।
আগামী বৃহস্পতিবারের (৩১ আগস্ট) মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।
আরও পড়ুন:সিইসির সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার
এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান।
তিনি জানান, ফল প্রকাশের কিছু কাজ বাকি রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছি আমরা।
তিনি আরও বলেন, ফল প্রকাশের জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইব। অনুমতি পেলে চলতি সপ্তাহে ফল প্রকাশ করা হবে।
২৭ আগস্ট ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur