Home / চাঁদপুর / হাজীগঞ্জ হাটিলা পশ্চিম ও গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে পুলিশের বাধা
হাজীগঞ্জ হাটিলা পশ্চিম ও গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক

হাজীগঞ্জ হাটিলা পশ্চিম ও গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে পুলিশের বাধা

দেশের মানুষের বাক স্বাধীনতা নেই : ইঞ্জি. মমিনুল হক

Mehdi Hagj-1

মেহেদী হাছান || আপডেট: ০৯:৩৫ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

হাজীগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কমিটি পুনর্গঠন চলছে। চলমান কর্মসূচি হিসেবে মঙ্গলবার হাটিলা পশ্চিম ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নির্ধারিত ছিল। সকালে হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ আড়ং বাজারে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন বিএনপি ও যুবদলের কমিটি ঘোষণা করা হয়। বিকেলে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বাষিক স্থল দেশগাঁও কলেজ মাঠে নেতাকর্মীরা হাজির হলে পুলিশ বাধা প্রধান করে। সে কারণে তারা স্থান পরিবর্তন করে ইউনিয়নের দেশ খাগড়িয়া এলাকায় সম্মেলনটি করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মমিনুল হক বলেন, আওয়ামীলীগ দেশের গনতন্ত্রকে বাকরুদ্ধ করে ফেলছে । মানুষের কথা বলার স্বাধীনতা এখন পর্যন্ত নেই। বিএনপি সুসংগঠিত হলে তারা ক্ষমতা হারাতে হবে। সেই ভয়ে আমাদের ইউনিয়ন সম্মেলনে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে, এমনকি ১৪৪ ধারা পর্যন্ত জারি করা হচ্ছে। সেসব বাধা উপেক্ষা করেই বিএনপির কার্যক্রম চলছে। আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গনতন্ত্র উদ্ধার করা হবে।

গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নে পুলিশি বাঁধা সর্ম্পকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো শাহ আলম বলেন দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রস্তুতি গ্রহণ করেছে। ব্যাপাটি আমাদের কে অবহিত করার পর আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঐ স্থানে উভয়কে সভা-সমাবেশ না করতে বলা হয়। ঐ ইউনিয়নে পুলিশ সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে।

দেশখাগড়িয়া অনুষ্ঠিত বিএনপির দ্বি-বাষিক সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা গঠিত কমিটির নাম ঘোষণা করেন। এতে একে.এম শহীদুল্লাহকে সভাপতি ও অহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। অপর দিকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে মো. শাহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিনসহ ৫ সদস্য বিশিষ্ট (সুপার ফাইভ) ছাত্রদলের কমিটি ঘোষন করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মিয়াজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জি. মমিনুল হক সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, কেন্দ্রীয় ওলামা দল ঢাকা উওর এর সভাপতি হাফেজ জসিম উদ্দীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজ খান, মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, যুগ্ম-সম্পাদক এম.এ নাফের শাহ্, পৌর বিএনপির সদস্য সচিব নাদিম উল্ল্যাহ নাদিম, উপজেলা সেচ্চাসেবক দলেন সদস্য সচিব ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বেলাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবু সায়েম মিয়াজী, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি সাহাবুদ্দিন (সাবু)। ইউনিয়ন বিএনপির সভাপতি এক কে এম শহিদউল্লার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুবদল নেতা জিহাদ বকাউল, গিয়াসউদ্দীন,রুহুল আমিন, আলাউদ্দীন তরুন, মনির হোসেন, আবু ইউসুফ, আমির হোসেন মিন্টু, ছাত্রদল নেতা আজিম উদ্দীন, শাহিদুল ইসলাম,হুমায়ুন কবির,আবু ইউসুূফ, সামচ্ছুউদ্দিন খান,সাইফুল হাসান,মোশারফ,আবু বক্কর, নয়ন প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫