চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৬:১৮ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণখানের নিজ বাসায় (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে মারা গেছেন অভিনেত্রী নাগমা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
তার ছোট ভাই জানিয়েছেন, গতকাল বাদ আসর জানাজা শেষে ইব্রাহিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
নাগমার ভাল নাম সালমা আক্তার লিনা। তিনি খলনায়িকা হিসেবে অসংখ্য ছবিতে কাজ করেছেন। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘স্বামী কেন আসামী’, ‘মেয়েরাও মানুষ’, ‘আখেরী জবাব’, ‘সাহেব নামে গোলাম’, ‘আসামী গ্রেফতার’, ‘স্বামী হারা সুন্দরী’, ‘বিষে ভরা নাগিন’, ‘ডাইনী বুড়ি’, ‘খুনের বদলা’, ‘শক্তির লড়াই’ ইত্যাদি। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।
অভিনেত্রী নাগমার অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur