বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত সকল নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলী ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহাস শিশির, আওয়ামীলীগ নেতা সৈয়দ আব্দুল জব্বার বাহার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, খন্দকার আরিফুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান, সাবেক জেলা পরিষদের সদস্য যুবায়ের হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নিহত নেতাকর্মীদের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কচুয়া ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মো. জামাল হোসেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur