দেলোয়ার হোসাইন || আপডেট: ০৪:৩৯ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে বিষপানে এক যুবতী আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার দুপুরে আশংকাজনক অবস্থায় ওই যুবতী গৃহবধূূকে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিকটাত্মীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকার নুরুজ্জামানের স্ত্রী শিরতাজ বেগমের (২৩) সাথে স্বামীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়। এক পর্যায়ে স্বামীর সাথে অভিমান করে ওই গৃহবধূ বিষপান করলে বিষক্রিয়া শুরু হলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করে।
জানা যায়, প্রায় ১২-১৩ বছর পূর্বে নুরুজ্জমানের সাথে শিরোতাজের বিয়ে হয়। দাম্পত্য জীবনে শিরোতাজ-নূরুজ্জামান দম্পত্তির নাছির ও নীরব নামে দু’সন্তান রয়েছে। শিরতাজের পিতার বাড়ি হাজীগঞ্জ উপজেলার ঢেররা গ্রামে।
তবে কী ধরনের পারিবারিক কলহকে কেন্দ্র শিরোতাজ আত্মহত্যা করতে চেয়েছিল তা জানা যায়নি।
চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, রোগী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমরা পর্যাপ্ত চিকিৎসা দিয়ে যাচ্ছি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
