কচুয়ার উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে এসময় সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষক নবীর হোসেন,সুজন চৌধুরী,শিপ্রা রানী,বোরহান উদ্দিন মিয়াজী,আব্দুল আহাদ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. বোরহান উদ্দিন মিয়াজী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur