আগামী ১১ আগস্ট শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। এদিন জুমার নামাজের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।
বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এই কর্মসূচি পালন করবে। এর মধ্য দিয়ে ১৩ দিনের বিরতি দিয়ে এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি এল।
সবশেষ গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপিসহ বিরোধী দলগুলো। এর আগের দিন ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ করে তারা।
টাইমস ডেস্ক/৯ আগস্ট ২০২৩
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur