হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
৫ আগস্ট শনিবার সকালে চাঁদপুর স্টেডিয়াম সম্মুখে জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ও জেলা ক্রীড়া সংস্থা।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবেদ শাহ্, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, দপ্তর সম্পাদক শাহ্ আলম মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৫ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur