চাঁদপুরের ফরিদগঞ্জে খেলার ছলে পানিতে ডুবে শিশু নূরজাহান (৫) ও নূহা (৪) দুই বোনের মৃত্যু।
পরিবারের লোকজনের আর্তনাদ। একই সাথে দুই সন্তানকে হারিয়ে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে।
৩১ জুলাই সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু নূরজাহান ও নূহা পাটওয়ারী বাড়ির কাউছার পাটোয়ারীর মেয়ে।
দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছেন।
তাদের মা নাজমা বেগম চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়েরা আমার কাছে গোসল করার জন্য আসে আমি বলেছিলাম তোমরা ঘরের মধ্যে গোসল খানায় গোসল কর।
তারা বললো, না গোসল খানায় গোসল করবো না। আমারা পুকুরে গোসল করবো। তখন আমি তাদের বলেছি মা কিছুক্ষণ পর জোহরের আজান দিবে তারপর তোমাদের গোসল করিয়ে দিব।
তিনি আরো জানান, এরই কিছুক্ষণ পর, বাড়ির এক মুরুব্বি গোসল করতে এসে উনি পানিতে নামলে পায়ের সাথে ধাক্কা লাগে। তিনি উঠিয়ে দেখেন আমার দুই পরী পানিতে ডুবে আছে ।
উনারা চিৎকারে আমরা ঘর থেকে বের হয়ে তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩১ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur