সদ্য প্রকাশিত কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে চাঁদপুরের কচুয়ার ঐতিহ্য নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে মেধাবী ছাত্রী নাদিরা আনজুম মীম।
মেধাবী ছাত্রী নাদিরা আনজুম মীম ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়ায় মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া প্রকাশ করে শিক্ষক ও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার গর্বিত বাবা মোঃ নাছির উদ্দিন কুমিল্লার হোমনা থানা পুলিশের এএসআই পদে কর্মরত রয়েছেন।
নাদিরা সুলতানা মিম ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহনের মাধ্যমে ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur