Home / স্বাস্থ্য / ডেঙ্গুতে রোগী ভর্তি ৪২ হাজার ছাড়ালো
dengu-fever-in-chandpur-hospital
প্রতীকী ছবি

ডেঙ্গুতে রোগী ভর্তি ৪২ হাজার ছাড়ালো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৩৬১ জন। এ নিয়ে চলতি বছর ৪২ হাজার ৭০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে এক হাজার ১২২ জন ঢাকার। এক হাজার ২৩৯ জন অন্যান্য বিভাগের। এ সময় মারা গেছেন ১০ জন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ২২৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে আট হাজার ৪৬৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন চার হাজার ৮০৯ জন। বাকি তিন হাজার ৬৫৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার ১০ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

২৮ জাুলাই ২০২৩
এজি