চাঁদপুরের হাজীগঞ্জের ৫ নং সদর ইউনিয়নের বাড্ডা পাটওয়ারী বাড়িতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২২ জুলািই) বেলা সাড়ে ১১ টার দিকে পাটওয়ারীর বাড়ির রাস্তার পাশে পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা ওই বাড়ির কামরুল পাটওয়ারীর ছেলে আকিব (৪) ও কামরুলের ছোট বোন কুসুম বেগমের মেয়ে তানিশা( ৫)।
জানা যায় রোববার এগারোটা থেকে তাদের ঘরের কাছে না পেয়ে পরিবারের লোকজন পুকুরের ঘাটে খুঁজতে গিয়ে দেখে তাদের ভাসমান দেহ পানিতে পড়ে আছে।
বাড়ির লোকজনসহ পানি থেকে তাদেরকে তুলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার দৃশ্য দেখে বাড্ডা নুরুল হক সরবারি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা শিশুদের মনেও আতংক সৃষ্টি হতে দেখা যায়। এদিকে শিশু দুইটির পরিবারের মাঝে শোকের মাতম চলছে।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur